Home বিভাগীয় সংবাদ গুলিস্তানে বাসে আগুন, খিলগাঁওয়ে শিবিরের বিক্ষোভ

গুলিস্তানে বাসে আগুন, খিলগাঁওয়ে শিবিরের বিক্ষোভ

455
0

Bus Agun 02
ঢাকা: রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত এ আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটির প্রায় অর্ধেক পুড়ে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে সকাল ৯টায় খিলগাঁও এলাকায় সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে পালিয়ে যায় শিবির কর্মীরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন ঢাকা মহানগরী সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ও খিলগাঁওথানা জামায়াতের আমীর সগির বিন সাঈদ। এসময় উপস্থিত ছিলেন মহানগরী প্রচার সম্পাদক আবদুল কাদের, ছাত্রকল্যাণ সম্পাদক আশরাফ উদ্দিন, স্কুল সম্পাদক ফায়জুর রহমান, এস এম মনিরুজ্জামান, রাশেদ মোশারফ প্রমুখ।

Previous articleজামায়াতের ভারপ্রাপ্ত আমিরসহ ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ
Next articleশামীম ওসমানকে সমর্থন দিয়ে দায়িত্ব বাড়িয়েছেন প্রধানমন্ত্রী