ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গুলি করে মারলে মানুষের কষ্ট কম হয়। কিন্তু খালেদা জিয়া পেট্রোল বোমা মেরে মানুষ মারছেন। আর দগ্ধরা বার্ন ইউনিটে ছটফট করছে। এটি খুব যন্ত্রণাদায়ক।
রোববার সকালে বিএমএ অডিটরিয়ামে শ্রমিক পেশাজীবী সমন্বয় পরিষদের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের ম্যান্ডেড নিয়ে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ। এখন তাদের (বিএনপির) গাত্রদাহের কারণ হচ্ছে, খালেদা জিয়ার পাকিস্তান অকার্যকর হয়েছে। আর বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন রোল মডেল। এই উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।