Home আঞ্চলিক গোলাপগঞ্জে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

গোলাপগঞ্জে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

481
0

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের (সিলেট-জকিগঞ্জ) সড়কে পুলিশ ও পরিবহণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার হিলালপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য গাড়ি রিকুইজিশন করার জন্য হিলালপুরে পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসালে পুলিশ ও ড্রাইভারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে পরিবহণ শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

তখন শ্রমীকরা রাস্তা অবরুদ্ধ করে রাখে। প্রায় ১ ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেলওয়ার হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Previous articleসুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগ একটি পদও পেত না: ভিপি নুর
Next articleঅন্য রুপে তাপসী