Home আঞ্চলিক গোয়াইনঘাটে বাবাকে হত্যার করে থানায় আত্মসমর্পন

গোয়াইনঘাটে বাবাকে হত্যার করে থানায় আত্মসমর্পন

365
0

Khun 03
সিলেট: সিলেটের গোয়াইনঘাটে বাবাকে হত্যা করার পর থানায় আত্মসমর্পণ করেছে ঘাতক ছেলে। নিহত সোনা মিয়া (৬০) উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা। বুধবার সকাল ১১ টায় শাহপুর হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বিদেশে পাঠানোর জন্য বাবাকে চাপ দিচ্ছিলেন শামীম আহমদ (২৫)। বুধবার সকালে বাবা-ছেলে উভয়ে শাহপুর হাওরে কাজ করতে যায়। সেখানে এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শামীম তার বাবাকে ধানক্ষেতের পানিতে চুবিয়ে হত্যা করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, বাবাকে হত্যার পর নিহতের ছেলে থানায় এসে আত্মসমর্পণ করেছে। পুলিশ সোনা মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

Previous articleসিলেটে জনতার ধাওয়ায় ছিনতাইকারী ৯ ছাত্রলীগকর্মী আটক
Next articleসৌদি আরবে আগুনে পুড়ে ৪ বাংলাদেশী নিহত