ঢাকা: যেদিন থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়বে সেদিন থেকেই লাগাতার কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ২০দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা শুনেছি ১লা জানুয়ারি থেকে সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ এর আগেও বেশ কয়েকবার গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর কারণ হচ্ছে কুইক রেন্টালের নামে বিদ্যুত খাতে সরকার লুটপাট করছে। আর দুর্নীতি ও ভর্তুকির টাকা পূরণ করার জন্য জনগণের পকেট কাটছে। তাই আমরা ২০দলীয় জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যেদিন থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়বে সেদিন থেকে লাগাতার কর্মসূচি দেয়া হবে। তিনি আরও বলেন, আগামী ১৬ডিসেম্বর নারায়ণগঞ্জের কাঁচপুরে ২০দলীয় জোটের জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথির ভাষণ দিবেন। বৈঠকে ২০দলীয় জোটের মহাসচিবরা উপস্থিত ছিলেন।