ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন চার দলীয় জোট সরকার পৃষ্ঠপোষকতা করেছিল। আজ শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে কংশনগর বাজারে সড়ক দুর্ঘটনারোধে যানবাহন চালকদের মধ্যে সচেতনামূলক লিফলেট বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, তৎকালীন সরকার গ্রেনেড হামলার সব আলামত নষ্ট করে ফেলেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করেনি। গোয়েন্দা বিভাগকেও তদন্ত করতে দেয়নি। এ ঘটনার পর তারা জজ মিয়া নাটক তৈরি করে।