Home জাতীয় গ্রেফতার শিক্ষার্থীদের ঈদের আগে মুক্তি দিন: ড. কামাল

গ্রেফতার শিক্ষার্থীদের ঈদের আগে মুক্তি দিন: ড. কামাল

501
0

দুটি আন্দোলনের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার সাধারণ শিক্ষার্থীদের ঈদের আগে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংহতি সভায় তিনি এই দাবি জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ১০ মিনিটের সময় চেয়ে ড. কামাল বলেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি (প্রধানমন্ত্রী) কাজের চাপে অনেক ব্যস্ত থাকেন। এরপরও ১০ মিনিট সময় দেয়া হলে কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে কথা বলতে চাই। তিনি বলেন, প্রয়োজনে আমি আপনার পা ধরতেও রাজি আছি। আপনার পা ধরে নিবেদন করতে চাই গ্রেফতার করা শিক্ষার্থীদের আপনি মুক্তি দিন।

নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ ও গ্রেফতারদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই সভার আয়োজন করে জাতীয় ঐক্য প্রক্রিয়া। এতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Previous articleখালেদা জিয়া আবার ক্ষমতায় আসবেন সেই গন্ধ পাচ্ছেন না: দুদু
Next articleভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে বিএনপি: কাদের