Home বিনোদন গ্ল্যামারাস অবতারে অপ্সরা

গ্ল্যামারাস অবতারে অপ্সরা

1184
0

বাংলাদেশি সুপারমডেল ও অভিনেত্রী অপ্সরা আলী এবার জার্মানির বিখ্যাত মেকআপ ব্রান্ড মার্কো ম্যানোজ্জির মডেল হয়েছেন। সম্প্রতি তাকে নিয়ে একটি বিজ্ঞাপনচিত্র প্রকাশ করেছে কোম্পানিটি। এতে বেশ গ্ল্যামারাস অবতারে হাজির হয়েছেন অপ্সরা।

এর আগে জার্মানির সুগন্ধি পণ্য ‘বিউটি কুইন’-এর ব্র্যান্ড মডেল হন অপ্সরা। গত বছর বার্লিনে অনুষ্ঠিত ‘মিস গ্ল্যামার ফেস ওয়ার্ল্ড ২০১৮’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘অ্যাক্ট্রেস কুইন’ বিভাগে সেরা হয়েছিলেন এ লাস্যময়ী।

শোবিজ পাড়ায় অপ্সরার পথচলা শুরু ২০১১ সালে। ওই বছর ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার সেরা পাঁচে ছিলেন অপ্সরা আলী। জিতে নেন মিস বিউটি স্মাইল খেতাবও। ২০১৫ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত মিস কসমোপলিটান প্রতিযোগিতায় ছিলেন সেরা দশে। ২০১৬ সালে ভারতে ‘মিস এশিয়া-বাংলাদেশ’ প্রতিযোগিতায় স্বর্ণমুকুট জিতে নেন তিনি।
এ পর্যন্ত বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশের বড় বাজেটের ছবি ‘পরবাসিনী’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অপ্সরা। অপ্সরার বাড়ি রাজশাহী নগরীর টিকাপাড়ায়। পড়াশুনা করেছেন গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া বিষয়ে।

Previous articleপাটপণ্য আমরা সারাবিশ্বে রফতানি করতে পারব: প্রধানমন্ত্রী
Next articleসব জ্ঞানের উৎস আল্লাহ্