Home জাতীয় ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে আটজনের মৃত্যু

ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে আটজনের মৃত্যু

360
0

ঢাকা: বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে সারা দেশে কমপক্ষে আটজন লোকের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, একাধিক উপকূলীয় জেলা থেকে ঝড়ের সময় গাছচাপা পড়ে বা অন্য কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে গেলেও তার প্রভাবে সারা দেশেই এখনো বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্লাবিত হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ। তবে সারা দেশে নৌচলাচল আবার শুরু হয়েছে।

Previous articleবিশ্বকে দেখিয়েছি আমরা পারি: সজীব ওয়াজেদ
Next articleসরকারের কিছু কুচক্রিমহল গার্মেন্টস ধ্বংসের কারণ: মেনন