চট্টগ্রামের আগ্রাবাদ পিজিএস কলোনির আওয়ামী লীগ অফিস থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি পেট্রলবোমা ও চারটি খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।
তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
রোববার সকাল ৮টার দিকে এসব পেট্রলবোমা উদ্ধার করা হয়।
ডবলমুড়িং থানার এসআই আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আওয়ামী লীগ অফিসের কথা তিনি জানেন না বলে জানিয়েছেন।