চট্টগ্রাম: সড়কে পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়। সংগঠনের পূর্বাঞ্চল শাখার সভাপতি মৃণাল চৌধুরী জানান, ৫ দফা দাবিতে ২৫ অক্টোবর ফেডারেশনের পূর্বাঞ্চল শাখার কনভেনশন থেকে এ ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়। আমাদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এজন্য আজ রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক পরিবহন ধর্মঘট চলবে।
এদিকে পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছে যাত্রী ও বিভিন্ন মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান এবং কর্তৃপক্ষ। বিশেষ করে ধর্মঘটের বিষয়ে যাত্রীরা আগ থেকে অবগত না হওয়ায় বিভিন্ন স্থানে অভিমুখী শত শত মানুষ পড়েছে ভোগান্তিতে। এদিকে ধর্মঘটের সমর্থনে চট্টগ্রাম মহানগরীসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্থানে মিছিল করেছে পরিবহণ শ্রমিকরা। এসময় কোন পরিবহন যাতে চলতে না পারে এজন্য শ্রমিকদের সড়কে মহড়া দিতে দেখা যায়।