চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা, জোটের নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, মিথ্যা মামলার প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে চট্টগ্রাম বিভাগীয় ২০ দলীয় জোট।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা চলবে এই হরতাল। সোমবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।