Home বিভাগীয় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুপক্ষের মধ্যে আবারো মুখোমুখি সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুপক্ষের মধ্যে আবারো মুখোমুখি সংঘর্ষ

437
0

Logo CU
মোস্তফা আল মামুন: ২০১৪ সালের ১৪ই ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক দুই সংগঠন সি.এফ.সি ও ভি.এক্স. এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে গুলিবিদ্ধ হয়ে সি.এফ.সি সংগঠনের তাপস পাল নামক এক ছাত্রলীগ কর্মী নিহত হয়। ফলে, ঐদিন শাহজালাল হল থেকে ভি.এক্স সংগঠনের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এর ফলে ভি.এক্স এর অন্য নেতাকর্মীরা অনেক দিন ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে থাকার পর রোববার ভোর রাতে ভি.এক্স সংগঠনের নেতাকর্মীরা গোপনে শাহজালাল হলে প্রবেশ করে। এর ফলে তাপস পাল হত্যার জের ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সি.এফ.সি এর সাথে ভি.এক্স এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময় হয়। দুই পক্ষকে সামাল দেওয়ার জন্য পুলিশ তাদের যথাযথ অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ক্যাম্পাসে এখানো থমথমে ভাব বিরাজ করছে।

Previous articleসংঘাতের শান্তিপূর্ণ সমাধানে জাতীয় সংলাপ প্রয়োজন: ড. কামাল
Next articleহরতাল ও অবরোধের নামে সহিংসতা বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ