Home জাতীয় চরমপন্থার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধের আহ্বান

চরমপন্থার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধের আহ্বান

352
0

83083_Hasina-pm-1-full2
স্টাফ রিপোর্টার: সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হওয়া আফ্রিকান-এশিয়ান সম্মেলনে ভাষণে শেখ হাসিনা এ আহ্বান জানান। এতে উপস্থিত রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ ৩৪টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। খবর ইউএনবি।
বুধবার সকালে বালাইসিদাং জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। ৬০তম এ আসর আসর চলবে আগামী শুক্রবার পর্যন্ত। সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য দক্ষিণ-দক্ষিণ সহায়তা জোরদার।
আজ সকালে জাকার্তা কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো তাঁকে অভ্যর্থনা জানান। তিনিসহ অন্য প্রতিনিধিরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং ফটো সেশনে অংশ নেন। প্রথম আফ্রিকান-এশিয়ান সম্মেলন হয় ১৯৫৫ সালে। সেসময় প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল। গতকাল মঙ্গলবার সকালে সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

Previous articleনির্বাচনী সহিংসতায় ব্রিটিশ হাইকমিশনের উদ্বেগ
Next articleশ্রম আইন বাস্তবায়নের আহ্বান এইচআরডব্লিউ’র