Home আন্তর্জাতিক চলন্ত বাসে উত্যক্তকারীকে পেটালো দুই তরুণী

চলন্ত বাসে উত্যক্তকারীকে পেটালো দুই তরুণী

498
0

Jogra
নয়াদিল্লি: ভারতের হরিয়ানা রাজ্যে একটি চলন্ত বাসে দুই তরুণী এবং এক যুবকের মধ্যে মারপিটের ভিডিও ফুটেজ নিয়ে তোলপাড় চলছে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলোতে।
ঐ দুই ছাত্রী, যারা সম্পর্কে দুই বোন, অভিযোগ করেছে যুবকটি তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রতিবাদ করতে গেলে সে তাদের গায়ে হাত তোলে।
মোবাইল ফোনে বাসের এক যাত্রীর তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে, দুই বোন এবং এক যুবকের মধ্যে মারামারি চলছে।
এক বোনকে ট্রাউজারের বেল্ট খুলে তা দিয়ে যুবকটিকে বেদম পিটুনি দিতে দেখা গেছে। ইন্টারনেটে বিভিন্ন সামাজিক মাধ্যমে দুই বোনের সাহসিকতার ভূয়সী প্রশংসা করা হচ্ছে।
এই মারপিটের সময় কেন অন্যান্য যাত্রীরা চুপচাপ বসে দেখেছে, তা নিয়েও সমালোচনার ঝড় উঠছে সোশ্যাল মিডিয়াগুলোতে।

Previous articleবেসরকারি খাতে পেনশন চালুর উদ্যোগ
Next articleকর্মসূচি নির্ধারণে মঙ্গলবার বিএনপির যৌথসভা