আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৫১ মিনিটে তিনি মারা যান। রাষ্ট্রপতি ভবনের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জি-নিউজ। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে নয়াদিল্লির আর্মি হাসপাতালে ভর্তি ছিলেন শুভ্রা মুখার্জি। গত এক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। হৃদযন্ত্রে সমস্যা থাকায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। রাষ্ট্রপতির ভবন থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গভীর দুঃখের সাথে জানানো হচ্ছে, ভারতের ফার্স্ট লেডি শুভ্রা মুখার্জি আজ সকালে মারা গেছেন।
১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন শুভ্রা মুখার্জি। ১৯৫৭ সালের ১৩ জুলাই তিনি প্রণব মুখার্জিরন সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রণবপত্নীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইটারে শোক জানিয়েছেন।