নিউজ ডেস্ক: চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ও রঘুনাথপুর এলাকায় দুটি পণ্যবাহী ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে জাহাঙ্গীর হোসেন নামে এক ট্রাকচালক দগ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে ঝলসে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে চট্টগ্রাম থেকে পণ্যবাহী ট্রাক চাঁদপুর হরিনা ফেরিঘাটের দিকে যাচ্ছিল। পথে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে চালক জাহাঙ্গীর আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যান। পুড়ে গুরুতর দগ্ধ হন ট্রাকে থাকা খোরশেদ, রুবেল ও শরিফ। এদিকে, সদর উপজেলার রঘুনাথপুর গুচ্ছগ্রামের কাছে পুরাণ বাজারে একটি ট্রাক পণ্য নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ট্রাকের গতিরোধ করে পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় চালক প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়লে তার পা ভেঙে যায়। এতে হেলপারও আহত হয়।