Home বিনোদন ‘চাপাবাজ’ প্রভা

‘চাপাবাজ’ প্রভা

1157
0

দেশীয় শোবিজের জনপ্রিয় অভিনেত্রী প্রভা। সব কিছুতে একটু বেশি বেশি চাপাবাজি করেন তিনি। না, ব্যক্তি প্রভার কথা বলা হচ্ছে না।  বুধবার থেকে চ্যানেল আইয়ে প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘গোল্ডেন ভাই’।

আর এই নাটকে চাপাবাজ চরিত্রে দেখা যাবে প্রভাকে। প্রভা ছাড়াও নাটক আরো অভিনয় করেছেন তারিক আনাম খান ও আফরান নিশো। নতুন এই ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।

Previous articleছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
Next articleঅর্পিত দায়িত্ব পালন করছে না মানবাধিকার কমিশন: হাইকোর্ট