Home আন্তর্জাতিক চার দিন ধরে নিখোঁজ এই মডেল

চার দিন ধরে নিখোঁজ এই মডেল

684
0

গত চার দিন ধরে কোনো খোঁজ নেই ভারতের চেন্নাইয়ের এক মডেলের। গত শুক্রবার থেকে নিখোঁজ গানাম নায়ার নামে ওই মডেল। পুলিশের কাছে কোনো খবর নেই। অনলাইন ক্যাম্পেন করে পরিবারও বন্ধুরা তাঁর খোঁজ পাওয়ার চেষ্টা করছে।

একটি সালোনে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেন ২৮ বছরের ওই মডেল। ফেসবুকে তাঁর প্রোফাইলে তিনি নিজেকে মডেল ও ফটোগ্রাফার হিসেবে বর্ণনা করেছেন। তাঁর বাবা দিল্লির বাসিন্দা। কয়েক বছর আগে তাঁর বাবার মৃত্যু হয়।

জানা গিয়েছে, গত শুক্রবার বাড়ি থেকে নিজের গাড়িতেই কাজের জন্য বেরোন তিনি। কিন্তু আর অফিসে পৌঁছননি। তাঁর মোবাইল ফোনটিও সুইচড অফ।

গত মার্চ মাসে একটি ফেসবুক পোস্টে গানম লিখেছেন, ‘A tear rolls down, from both our eyes, at the same time. My lips quivering, crying, I’m trying to prepare you, pulling myself up. But I give up the next minute. You slap me. You slap me crying, desperate, ‘Get up Gaanam, get up.”

স্থানীয় সংবাদপত্রে তাঁর সন্ধান চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

Previous articleচট্টগ্রাম ও কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত
Next articleনগরীর হকার উচ্ছেদের লক্ষ্যে মেয়রকে আহবায়ক করে কমিটি গঠন