চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আওয়ামী লীগ নেতা ও ইট ব্যবসায়ী আশরাফুল আলম ঠান্ডুর বাড়িতে পর পর দুটি বোমা হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। তবে এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম ঠান্ডু জানান, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ রাশেদুল, রোকন, রানাসহ ১০-১২ জন ঘরের জানালা এবং দরজায় পর পর দুটি বোমা ছুড়ে মারে। বোমার বিকট শব্দে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’
তিনি আরো বলেন, এ ব্যাপারে আমার ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে রাশেদুল, রোকন ও রানাসহ অজ্ঞাত ১০-১২ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, বিস্ফোরিত দ্রব্য দুটি পটকা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।