Home মিডিয়া চ্যানেল 24-এর সাংবাদিক ও ক্যামেরাপারসনকে মারধর

চ্যানেল 24-এর সাংবাদিক ও ক্যামেরাপারসনকে মারধর

1032
0

ঢাকা: সংবাদ সংগ্রহ করতে গিয়ে, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর এর প্রতিবেদক জিএম মুস্তাফিজুল আলম এবং ক্যামেরাপারসন রিপু আহমেদ মারধরের শিকার হয়েছেন।

সংবাদ সংগ্রহ করতে গেলে প্রথম তাদেরকে, জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন অফিসের উপ-সচিব আব্দুল বারীর কক্ষে আটকিয়ে রাখে। পরে আব্দুল বারীর নির্দেশে জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন অফিসের কর্মচারিরা তাদের মারধর করে। এসময় ক্যামেরাসহ সংবাদ সংগ্রহের প্রয়োজনীয় যন্ত্রপাতিও ভেঙ্গে ফেলা হয়।

সূত্র: চ্যানেল 24

Previous articleজঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী গ্রেফতার
Next articleমান যায় মন্ত্রীর আর মামলা করে চেরাগ আলী: সুরঞ্জিত