Home রাজনীতি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

554
0

Logo Chatra Lige 01
দিনাজপুর: কমিটি গঠনকে কেন্দ্র করে দিনাজপুর মেডিকেল কলেজে (দিমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ইব্রাহিম খলিল ও রাশেদুল ইসলাম নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কলেজের নির্বাচিত ছাত্রলীগ কমিটির সভাপতি আশফাকুর রহমান তুষায়ের সমর্থিত ছাত্রদের সঙ্গে ছাত্রলীগের মেডিকেল কলেজ শাখার পদবঞ্চিত মোজায়েদুল হাসান গ্রুপের সংঘর্ষ বাধে। উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একে অপরকে ধাওয়া করে। প্রায় দু’ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে আহত হয়েছেন দশজন। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।

Previous articleমরহুম সোহেল আহমদ স্বরণে শাবি শিবিরের দোয়া মাহফিল
Next articleএইচ টি ইমামের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন