জগন্নাথপুর: সৈয়দপুর বাজার শাজজালাল ভেরাইটিজ ষ্টোরের সামনে “আলোকিত সমাজ কল্যান সংস্হা’র উদ্যেগে” সৈয়দপুর শাহারপাডা ইউনিয়নে বন্যায় দুগ্রত অসহায় মানুষের মাঝে শনিবার সকাল ১০ ঘটিকায় ত্রান সামাগ্রি বিতরন করা হয়।
শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামাগ্রি বিতরন করেন সংগঠনের সভাপতি সৈয়দ হাফিজ উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি হাফিজ আব্দুল ওয়াদু (লিঠন), সহ-সভাপতি সৈয়দ বজলুর রহমান (জনি), সহ-সভাপতি সৈয়দ মিজান আহমদ, সাধারন সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আবিদ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ রুবেল আহমদ, সহ-ছাত্র কল্যান সম্পাদক সৈয়দ ছাবির আহমদ, মিডিয়া সম্পাদক মির্জা মুনশাদ, সহ-স্বাস্হ্য বিষয়ক সম্পাদক মোঃ আতিকুল ইসলাম(প্রমুখ) এছাডা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিয়ানরা এ সময় উপস্হিত ছিলেন