Home আঞ্চলিক জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

667
0

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ মার্চ সোমবার জগন্নাথপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতির উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারি শিক্ষা কর্মকর্তা রুপ্রুচাই মারমা।
জগন্নাথপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস ও শিক্ষক বাপ্পী রাণী দে এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক নিশি কান্ত রায়, হিরন মিয়া ও আবদুল মতিন। বক্তব্য রাখেন শিক্ষক আবদুল মালিক, ধীরেন্দ্র তালুকদার, সুদীপ ভট্রাচার্য্য, জালাল উদ্দিন, রূপক কান্তি দে ও উপজেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান সিরাজ প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous articleডাকসু নির্বাচন ‘কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ’
Next articleঐক্যফ্রন্টকে সংসদে আসার আহ্বান প্রধানমন্ত্রীর