জগন্নাথপুর সংবাদদাতা: বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যাওয়ায় দেশ ব্যাপী আনন্দ মিছিল করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আহবানে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌর পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফরোজ ইসলাম মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল জব্বার, মতিউর রহমান, যুবলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা শশীকান্ত গোপ, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, রাসেল আহমদ, ছাত্রলীগ নেতা রুমেন আহমদ, আব্দুল মুকিত, তোহা চৌধুরী প্রমূখ।