Home আঞ্চলিক জগন্নাথপুরে আদম পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

জগন্নাথপুরে আদম পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

413
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের গ্রেফতারি পরোনাভূক্ত পলাতক আসামি আদম পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে খালেদুর রহমান (৪৫) ও উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি ফরিদপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সেলিম মিয়া (২৪)।
জানাগেছে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা আলমগীর হোসেনকে ইতালী নেয়ার কথা বলে জগন্নাথপুর উপজেলার একটি আদম পাচারকারী চক্র ১১ লক্ষ টাকা আত্মসাত করে। এ ঘটনায় আদালতে একটি প্রতারণা মামলা দায়ের হলে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেন। এরপর গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার দিনে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর এএসআই ফিরোজ মিয়া জানান, গ্রেফতারকৃত আদম পাচারকারী চক্রের ২ সদস্যের মধ্যে ১ জনকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Previous articleধর্ষন মামলার আসামী শাফাত ও সাদমানকে সিলেট থেকে গ্রেফতার
Next articleঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা