Home আঞ্চলিক জগন্নাথপুরে আদম বেপারির খপ্পরে যুবক

জগন্নাথপুরে আদম বেপারির খপ্পরে যুবক

467
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে আদম বেপারি চক্রের খপ্পরে পড়ে এক যুবক দিশেহারা হয়ে মামলা দায়ের করেছেন।
জানাগেছে, বুধবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের রফিক মিয়া বাদী হয়ে দিরাই উপজেলার সোয়াতিমুর গ্রামের ছোয়াব উল্লার ছেলে আলী হায়দার আলী ও একই গ্রামের সৈয়দ উল্লার ছেলে আমির হোসেনকে আসামি করে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, বিগত ২০১৬ সালের ১ আগষ্ট মামলার বাদী রফিক মিয়াকে এক মাসের মধ্যে লিবিয়া নেয়ার জন্য আসামিদের সাথে ৩ লক্ষ টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাদী আসামিদের ২ লক্ষ দিয়েছেন। বিদেশ যাওয়ার সময় বাকি ১ লক্ষ টাকা দেয়ার কথা ছিল। অবশেষে আসামিরা বাদীর সাথে প্রতারণা করেছেন। বাদীকে এখন পর্যন্ত বিদেশ নেয়া হয়নি। এ ব্যাপারে এলাকায় অনেকবার শালিস বৈঠক হলেও কোন সমাধান না হওয়ায় মামলা দায়ের করা হয়েছে।

Previous articleআইনের শাসন প্রতিষ্ঠিত না হলে সমাজ টিকবে না: প্রধান বিচারপতি
Next articleজগন্নাথপুরে এবার মাদ্রাসা থেকে স্কুল এগিয়ে