Home Uncategorized জগন্নাথপুরে ‘আলোকিত সমাজ কল্যাণ সংস্থা’র আহবায়ক কমিটি গঠন

জগন্নাথপুরে ‘আলোকিত সমাজ কল্যাণ সংস্থা’র আহবায়ক কমিটি গঠন

539
0

0000
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার ৭ নং সৈয়দপুর-শাহার পাড়া ইউনিয়নের সচেতন তরুণ- যুব সমাজের উদ্যোগে এলাকার আর্থসামাজিক উন্নয়নের লক্ষে আলোকিত সমাজ কল্যাণ সংস্থা’ নামক একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ১৯ ডিসেম্বর সৈয়দ পুর বাজারে একটি অভিজাত রেস্টেুরেন্টে ইউনিয়নের তরুণ ও যুব সমাজের প্রতিনিধিগণ উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর ’ আলোকিত সমাজ কল্যাণ সংস্থা’র ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির দায়িত্বশীলগন হলেন, আহবায়ক- সৈয়দ হাফিজ উদ্দীন, সদস্য সচিব –সৈয়দ সৈয়দ নুরুল ইসলাম,সদস্য গন হলেন: মো: সুজেল খান, সৈয়দ অপু আহমদ, সৈয়দ বজলুর রহমান (জনি), সৈয়দ আখতার হোসেন, মো: জামিল খান, মো: মঈনুল সিকদার, মো: জাবির আহমদ, সৈয়দ সাবির আহমদ (কিবরিয়া), সৈয়দ মাকসুদ আহমদ, সৈয়দ সলিম আহমদ, মো: কামাল আহমদ, মো: শাহেল খান, মো: শাহেদ খান, হাফিজ আব্দুল ওয়াদুদ(লিটন), মো: জাহাঙ্গীর খান, মো: মুহিদুর রহমান (মামুন), জাহান কামালী, আব্দুল আহাদ, আলি মুনসুর রুহেল।

Previous articleগণতান্ত্রিক আন্দোলন করলে সহযোগিতা করা হবে: বিএনপিকে সুরঞ্জিত
Next articleতারেককে দেশে এনে বিচারের সম্মুখীন করা হবে: স্বরাষ্ট প্রতিমন্ত্রী