Home আঞ্চলিক জগন্নাথপুরে ইঞ্জিন নৌকা পুড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি

জগন্নাথপুরে ইঞ্জিন নৌকা পুড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি

430
0

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি যাত্রীবাহী বড় ইঞ্জিন নৌকা পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামের নৌকা ঘাটে।
জানা গেছে, স্থানীয় ইসমাইলচক গ্রামের বাসিন্দা রাজ উদ্দিনের ১৪০ জন লোক ধারনের ক্ষমতা সম্পন্ন একটি যাত্রীবাহী বড় ইঞ্জিন নৌকা রয়েছে। গত কয়েক দিন ধরে স্থানীয় বাউধরণ গ্রামের নৌকা ঘাটের নদী পাড়ে নৌকাটির মেরামত কাজ চলছিল। গত শনিবার রাতে পেট্রল জাতীয় পদার্থ দিয়ে কে বা কাহারা নৌকাতে আগুন ধরিয়ে দেয়।
রোববার সকালে এলাকার লোকজন গিয়ে দেখতে পান আগুনে নৌকাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে নৌকার মালিক রাজ উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় জিডি করেছেন। ক্ষতিগ্রস্থ নৌকার মালিক রাজ উদ্দিন জানান, বর্ষা মৌসুমে আমার নৌকাটি এ অঞ্চলের নৌ পথে চলাচল করতো। এ নৌকাটি আমার পরিবারের রোজগারের একমাত্র ভরাসা ছিল। নৌকাটি পুড়ে যাওয়ায় আমি পথে বসে গেলাম। কিভাবে পরিবারের লোকজনকে নিয়ে চলব বুঝতে পারছিনা।

Previous articleসহিংসতা যে কোনো উপায়ে বন্ধ হওয়া উচিত
Next articleখালেদার সঙ্গে দেখা করতে গিয়ে কণ্ঠশিল্পী বেবী নাজনীন আটক