Home আঞ্চলিক জগন্নাথপুরে ইসলামী ব্যাংক-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরে ইসলামী ব্যাংক-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

664
0

জগন্নাথপুর: মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল-কোরআন নাযিলের মাস পবিত্র রমজান উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) জগন্নাথপুর শাখা সুনামগঞ্জের উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা‘ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জগন্নাথপুর শাখা কার্যালয়ে বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতিতে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। জসন্নাথপুর শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (আইবিবিএল) ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার শাখা ব্যবস্থাপক মো. আবুল খায়ের। আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করনে জগন্নাথপুর শাহজালাল জামেয়া দ্বীনীয়া‘র প্রিন্সিপাল হাফেজ মাও: মাহবুবুর রহমান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব্বির আহমদ ওসমানী।

প্রধান বক্তা বলেন, শুধুমাত্র সামাজিক জীবনেই নয় বরং আমাদের অর্থনৈতিক জীবনেও ইসলামের পূর্ণ অনুশীলনের মাধ্যমেই মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। আর এক্ষেত্রে আমাদেরকে পরিশুদ্ধ করে মাহে রমজান। অনুষ্ঠানে শাখার বিভিন্ন পর্যায়ের গ্রাহকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিহ ছিলেন।

Previous articleরাজনৈতিক আগ্রাসনের চেয়ে সংস্কৃতির আগ্রাসন মারাত্মক !
Next articleম্যানচেষ্টারে আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্টিত