জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগঁাঁও বিএন উচ্চবিদ্যালয়ে নব-নির্বাচিত অভিভাবক সদস্যদের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয়ের হলরুমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম বদরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অভিভাবক কমিটির নব-নির্বাচিত সদস্য সেবক রঞ্জন দেব, আব্দুস ছালাম, পেয়ার আলী, ইয়াওর মিয়া, ছানারা বেগম, শিক্ষক সদস্য মতি রঞ্জন চক্রবর্তী, ঝর্না রায়, সারোয়ার জাহান, দাতা সদস্য ফারুক আহমদ প্রমূখ। সভায় সংখ্যা গরিষ্টতার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শিক্ষানুরাগী ইসলাম উদ্দিনকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।