Home আঞ্চলিক জগন্নাথপুরে চুরির ঘটনা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩

জগন্নাথপুরে চুরির ঘটনা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩

538
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে চুরির ঘটনা নিয়ে সংঘর্ষে নারীসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার রাত প্রায় ২ টার দিকে কবিরপুর গ্রামের আলা উদ্দিনের বাড়িতে চুরি হয়। চোরেরা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ অন্যান্য মামলামাল নিয়ে যায়। চুরি করে যাওয়ার সময় আলা উদ্দিনের স্ত্রী চোরদের চিনে পেলেন এবং গ্রামের সানুর মিয়ার ছেলে শহিদ মিয়া (২৫) নামের এক চোরকে আঘাত করলে সে আহত হয়। এ নিয়ে গতকাল শনিবার সকালে শহিদের লোকজনের হামলায় গৃহকর্তা আলা উদ্দিনের স্ত্রী রুপিয়া বেগম (৫০) ও ভাই ইলিয়াছ মিয়া (৪৫) আহত হন। উভয় আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে আহত ইলিয়াছ মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ১১ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

Previous articleদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১ আগস্ট জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
Next articleজগন্নাথপুরে মসজিদের টাকা আত্মসাত নিয়ে উত্তেজনা