Home আঞ্চলিক জগন্নাথপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের হাওর পরিদর্শন

জগন্নাথপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের হাওর পরিদর্শন

484
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে অকাল বন্যার পানিতে বোরো ফসলহানির ঘটনায় উপজেলার নলুয়ার হাওরসহ বিভিন্ন হাওর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো.ফয়জুর রহমান। গতকাল বুধবার দিনব্যাপী তিনি হাওর পরিদর্শন শেষে দরিদ্র জনগোষ্ঠীর লোকজনের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করেন। এ সময় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) শহিদুজ্জামান, স্থানীয় চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous articleজগন্নাথপুর পৌর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি
Next articleসিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্ঠা পরিষদের অনুমোদন লাভ