Home আঞ্চলিক জগন্নাথপুরে দেয়াল নির্মাণ নিয়ে দুই পক্ষের উত্তেজনা

জগন্নাথপুরে দেয়াল নির্মাণ নিয়ে দুই পক্ষের উত্তেজনা

484
0

JagannathPur Map
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিরোধীয় জায়গায় সীমানা দেয়াল নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানাগেছে, জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান লিলু ও একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে।
শুক্রবার তাদের বাড়ির পাশে বিরোধীয় জায়গায় যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হকের লোকজন সীমানা দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। এ সময় ব্যবসায়ী শফিকুর রহমান লিলুর লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারমুখি অবস্থান নেয়। এ সময় জগন্নাথপুর থানা পুলিশ ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র আবাব মিয়াসহ স্থানীয় গন্যমান্য লোকজন ঘটনাস্থলে পৌছে নির্মাণ কাজ বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তা হলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতো বলে এলাকাবাসী জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই মিজানুর রহমান আশঙ্কা প্রকাশ করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে না গেলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতো। উল্লেখ্য- এ জায়গার মালিকানা নিয়ে তাদের মধ্যে এর আগে আরো ৩ বার সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হন।

Previous articleযৌক্তিক পরিণতিতে না পৌঁছা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: খালেদা জিয়া
Next articleফের ৫ দিনের রিমান্ডে ফারাবী