Home আঞ্চলিক জগন্নাথপুরে ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক গ্রেফতার

জগন্নাথপুরে ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক গ্রেফতার

459
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে ধর্ষণ করে ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে সুরজাত মিয়া (৩০) নামের এক ৩ সন্তানের জনককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননী (৩০) ও একই গ্রামের ৩ সন্তানের জনক সুরজাত মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। তবে হঠাৎ করে গোপন ভিডিও চিত্র ইন্টানেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে জগন্নাথপুর থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর জগন্নাথপুর থানা পুলিশ ধর্ষক সুরজাত মিয়াকে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Previous articleসিলেটের মেয়রের বরখাস্তের আদেশ হাই কোর্টে স্থগিত
Next articleজগন্নাথপুর পৌরসভার কর্মচারীর বাসার সুবিধার্থে রাস্তা কেটে ড্রেন নির্মাণ!