জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত

0
542

JagannathPur Map
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামে। জানাগেছে, গ্রামের আখলাক মিয়া ও একই গ্রামের স্থানীয় স্বাধীন বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা মোকদ্দমা চলছে। এরই জের ধরে গত বুধবার রাত প্রায় সাড়ে ৮ টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে ব্যবসায়ী হাবিবুর রহমান ও তার বড় ভাই রবিবুর রহমান বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তায় আখলাক পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত সহোদর হাবিবুর রহমান (৩২) ও রবিবুর রহমানকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত সহোদরের বোন শাহানা বেগম অভিযোগ করে জানান, হামলাকারিরা আমার দুই ভাইকে অমানুষিকভাবে মারপিট করে তাদের সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি আই ফোন ছিনিয়ে নেয়। যোগাযোগ করা হলে প্রতিপক্ষের আখলাক মিয়া পাল্টা অভিযোগ করে জানান, তারা দুই ভাইয়ের হামলায় আমার পক্ষের মকলুদ মিয়া (৫০) নামের এক জন আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই রতন দেবনাথ জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।