
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নয়া চিলাউড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সম্প্রতি-গ্রামের সুলতান মিয়ার শিশু পুত্র স্কুল ছাত্রকে নির্যাতনের ঘটনা নিয়ে সুলতান মিয়া ও আবরু মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ এবং মামলা-মোকদ্দমা চলে আসছে। মামলায় আবরু মিয়া সুনামগঞ্জ জেল হাজতে থাকলেও তার পক্ষের লোকজন প্রতিশোধ পরায়ন হয়ে উঠেন। এরই জের ধরে গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে প্রতিপক্ষের হামলায় সুলতান মিয়া পক্ষের মন্তেশ্বর আলী (৫৫), সাজন মিয়া (২৬), জাকারুন ইসলাম (১৫), আজিজুর রহমান (৩৫), ফয়জুর রহমান (২৫) ও শেওলা বেগম (২০) সহ ৬ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।