Home আঞ্চলিক জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারী শিশুসহ আহত ৩

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারী শিশুসহ আহত ৩

425
0

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী শিশুসহ কমপক্ষে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে। হামলায় আহতরা হচ্ছেন, জিতু মিয়া (৩৫), তাঁর স্ত্রী শেফা বেগম (৩০) ও শিশু সাইদুর রহমান (১০)। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে, মজিদপুর গ্রামের কাচা মিয়া ও জিতু মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে।

বৃহস্পতিবার দুপুরে জিতু মিয়া তাঁর নিজ মালিকানা জায়গায় কয়েকটি বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন। এ সময় প্রতিপক্ষ কাচা মিয়ার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে জিতু মিয়া উপর অতর্কিত হামলা চালায়। এ সময় জিতু মিয়াকে বাঁচাতে এসে তাঁর স্ত্রী ও শিশু আহত হন। এ ব্যাপারে আহত জিতু মিয়া জানান, প্রতিপক্ষের কাচা মিয়ার লোকজন গ্রামের প্রভাবশালী লোক হওয়ায় আমাদের বাড়ির জায়গা জবর দখল করে নিতে চায়। তারা এর আগে আরো কয়েকবার আমাদের ঘরে এসে মারপিট করেছে। তাদের নির্যাতনে আমরা অতিষ্ট হয়ে পড়েছি।

Previous articleসমগ্র বাংলাদেশ এক রুপি
Next articleসরকার নিজেই এখন রাষ্ট্রদ্রোহী: খালেদা জিয়া