Home আঞ্চলিক জগন্নাথপুরে প্রতিবাদীর উপর হামলা

জগন্নাথপুরে প্রতিবাদীর উপর হামলা

423
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে এক প্রতিবাদী যুবকের উপর হামলা হওয়ার খবর পাওয়া গেছে। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া মাঝপাড়া গ্রামের রাজা মিয়া নামের এক যুবক দীর্ঘদিন ধরে এলাকার চুরি, ছিনতাই, জোয়া, মদ, গাঁজা, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে তা নির্মূলে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে আসছে। এতে অপরাধী চক্রের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে গত ২৭ এপ্রিল রাতে একটি চক্র প্রতিবাদী যুবক রাজা মিয়ার উপর হামলা চালায়। এ ঘটনায় রাজা মিয়া বাদী হয়ে একই গ্রামের মনর আলী, কলাই মিয়া, আবু বক্কর, সেবুল মিয়াসহ ৪ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।

Previous articleবাঁধ নির্মাণে গাফিলতি থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী
Next articleরমজানে কোনো পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী