Home আঞ্চলিক জগন্নাথপুরে প্রবাসীর বাড়ির দেয়াল ভাংচুরের অভিযোগ

জগন্নাথপুরে প্রবাসীর বাড়ির দেয়াল ভাংচুরের অভিযোগ

426
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নথপুরে এক প্রবাসীর বাড়ির নির্মাণাধীন সীমানা দেয়াল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের গ্রিস প্রবাসী রাজন তালুকদার গত কয়েক দিন আগে তাঁর বাড়ির সীমানা দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। ৪ এপ্রিল মঙ্গলবার রাজন তালুকদার বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের সেনু তালুকদারের লোকজন নির্মাণাধীন দেয়াল ভাংচুর করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে গ্রিস প্রবাসী রাজন তালুকদার অভিযোগ করে বলেন, আমার বাড়ির সীমানা দেয়াল নির্মাণ করতে গেলে গ্রামের বখাটে সেনু তালুকদার আমার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাকে চাঁদা না দেয়ায় সে আমার দেয়াল ভাংচুর করেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে-চেষ্টা করেও অভিযুক্ত সেনু তালুকদারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Previous articleসফরের পূর্বেই সম্ভাব্য চুক্তি প্রকাশের দাবি বিএনপির
Next articleফেসবুক বন্ধের প্রশ্নই ওঠে না: তারানা হালিম