Home আঞ্চলিক জগন্নাথপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জগন্নাথপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

416
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে মিনিবাস চাপায় ছাদিকুর রহমান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত ওয়েছ আলীর ছেলে ও জগন্নাথপুর বাজারের মেসার্স ফাতিমা এন্টার প্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী।
জানাগেছে, গত বুধবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার পীরের বাজার থেকে মোটরসাইকেল যোগে জগন্নাথপুর আসছিলেন ছাদিকুর রহমান। এ সময় স্থানীয় লহড়িরপুল নামক স্থানে যাত্রীবাহী মিনিবাস চাপায় ছাদিকুর রহমান গুরুত্বর আহত হন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল বৃহস্পতিবার ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা’য় জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আলহাজ্ব এমএ মালেক খানসহ এলাকার হাজারো শোকার্ত জনতা অংশ গ্রহন করেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Previous articleবিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে: মির্জা ফখরুল
Next articleজগন্নাথপুরে মাছের পর এবার হাঁসে মরক, জনমনে আতঙ্ক