Home আঞ্চলিক জগন্নাথপুরে বাড়ী ফেরার পথে স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

জগন্নাথপুরে বাড়ী ফেরার পথে স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

475
0

JagannathPur Map
জগন্নাথপুর: স্কুল থেকে বাড়ী ফেরার পথে এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় বুধবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌরএলাকায়।
এলাকাবাসী জানান, বুধবার পৌরএলাকার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী (১০) স্কুল থেকে বাড়ী ফেরার পথে জগন্নাথপুর গ্রামের মাহমুদ আলীর বখাটে পুত্র রুহেল মিযা (২৫) মেয়েটিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এ সময় মেয়েটির শোর চিৎকার শুনে লোকজনে এগিয়ে এলে বখাটে রুহেল তখন পালিয়ে যায়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসাদুজ্জামান জানান, বখাটে রুহেল কে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

Previous articleরাজধানীতে দুই নারীর লাশ উদ্ধার
Next articleকেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় নিহত ১৪৭