Home আঞ্চলিক জগন্নাথপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

জগন্নাথপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

438
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে এনজিও সংস্থার উদ্যোগে দুর্গত মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। জানাগেছে, শুক্রবার দিনব্যাপী পৌর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এনজিও সংস্থা পদক্ষেপ এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়। ডা. জাকির হোসেন, ডা. আবুল কালাম, ডা. জামিল উদ্দিন, ডা. ফেরদৌসী আলম লিরাসহ মেডিকেল দলের ৮ জন চিকিৎসক মোট এক হাজার রোগীকে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করেন।

এ সময় এনজিও সংস্থা পদক্ষেপ এর বি-বাড়িয়া জোনের প্রধান রফিকুল ইসলাম, সিলেট এরিয়া ম্যানেজার জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা সদরের এরিয়া ম্যানেজার মুজিবুর রহমান, জগন্নাথপুর ব্রাঞ্চের ম্যানেজার আব্দুল কাদির, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, মহিলা কাউন্সিলর আয়ারুন্নেছা, মিনা রাণী পাল, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাসিম, এনজিও সংস্থা পদক্ষেপ এর কর্মকর্তা সুলতান মাহমুদ, জাহিদ হোসেন, রুবেল মিয়া, মনিরুরজ্জামান, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত দাস, জগন্নাথপুর থানার এসআই আশরাফুল ইসলাম, এসআই অঞ্জন সরকার সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous articleবিভ্রান্তিমূলক ও মিথ্যা সংবাদ প্রকাশে জাবি প্রেসক্লাবের নিন্দা
Next articleজগন্নাথপুরে চাল বিতরণে অনিয়মের কারণে মেম্বারকে লাঞ্ছিত করার অভিযোগ