Home আঞ্চলিক জগন্নাথপুরে ভেঙে যাওয়া ব্রিজ পরিদর্শন

জগন্নাথপুরে ভেঙে যাওয়া ব্রিজ পরিদর্শন

428
0

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভেঙে যাওয়া ব্রিজ পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে জনমনে স্বস্থি ফিরে আসে। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গোলাপাড়াপুঞ্জি গ্রামে বাইশখালি খালের উপর একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়। জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। গত বছরের ৩০ আগষ্ট সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান নব-নির্মিত ব্রিজটি উদ্বোধন করেন। কিন্তু নির্মাণের এক বছরের মাথায় গত মঙ্গলবার সকালে ব্রিজটির একাংশের গার্ড দেয়াল এপ্রোচের মাটি নিয়ে ভেঙে পড়ে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় স্থানীয় জনসাধারনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে বুধবার জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শহীদুজ্জামান ভেঙে যাওয়া ব্রিজ সরজমিনে পরিদর্শন করেন। এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, স্থানীয় ইউপি সদস্য চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পিআইও মোঃ শহীদুজ্জামান বলেন, ব্রিজটি নির্মাণকালে নিুমানের কাজ করা হয়েছে। সেই সাথে ব্রিজটির উচ্চতা খুব বেশি হয়ে গেছে। ১২ ফুট উচ্চতা থাকার কথা থাকলেও ২০ ফুট উচ্চতা রয়েছে। ব্রিজের গার্ড দেয়ালগুলোর ২০ টন মাটির চাপ ক্ষমতা থাকলেও ২৫০ টন মাটির চাপ রয়েছে। যে কারনে ব্রিজের গার্ড দেয়াল ভেঙে গেছে। তিনি উপস্থিত সকলকে আশ্বস্থ করে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে ব্রিজের ভেঙে অংশ পুনঃনির্মাণ করা হবে।

Previous articleজগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় সংবাদকর্মীসহ আহত ২
Next articleট্রাফিক পুলিশের কান কেটে নিল ইজিবাইক চালক