জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে মদসহ এক ও আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আরো দুই আসামিসহ মোট তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের আবদুর রহিমের ছেলে লিটন মিয়া ও উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলি গ্রামের আরাধন উল্লার ছেলে আবদুস শহিদ ও আবদুস সোবহান।
জানাগেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ দল ১৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ লিটন মিয়াকে ও থানার এসআই সাইফুল আলমের নেতৃত্বে পৃথক পুলিশ দল মামলায় আদালতের গ্রেফতারি পরোনা ভূক্ত পলাতক আসামি আবদুস শহিদ এবং আবদুস সোবহান সহোদরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।