জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১ দিন ব্যাপী মোবাইল ফোন মেরামত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গত বুধবার স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে কর্মশালার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস শেখ নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পিয়ার আহমদ। এ সময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তৌফিক মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪১ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন