জগন্নাথপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রবীন নেতা ও সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের অভিভাবক সিদ্দিক আহমদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালী জাতির সিংহ পুরুষ। সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বের অন্যতম একটি উন্নত রাস্ট্রে পরিণত হত। তিনি বলেন সোনার বাংলা গড়তে হলে যে সোনার মানুষ প্রয়োজন বঙ্গবন্ধু তা গভীর ভাবে বিশ্বাস করতেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানের জন্য তার সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতত্বে আওয়ামীলীগ দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত করছে সততা ও নিষ্টার সাথে।
শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর প্রাঞ্জল উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, আওয়ামীলীগ নেতা সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, বিজন কুমার দে, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুইয়া, পাইলগাঁও ইউপি আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, আশারকান্দি ইউনিয়ন সহ-সভাপতি মুরাদ আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, রানীগঞ্জ ইউনিয়ন সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন সাধারন সম্পাদক আলাউদ্দিন, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, কলকলিয়া ইউনিয়ন সাধারন সম্পাদক দীপাল কান্তি দে, আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর শফিকুল হক শফিক, উপজেলা কৃষকলীগ সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সাবেক থানা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ শাহেদ ও সাধারণ সম্পাদক রুমেন আহমেদ, পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ, মুরাদ আহমেদ, আমিনুর কামালী, সাহান মিয়া, আব্দুল মুকিত, আজমল-মিট, তানভীর আলম পিয়াস, তৌপিক মিনার, মাকসুদ, ফরহাদ, সায়েদ, মন্জুর আলম, সুয়েব, জিগরসাদ, কলেজ ছাত্রলীগ নেতা রুনি, তাহা, ইউনিয়ন ছাত্রলীগের রিয়াদ, জসিম, অলিউর প্রমুখ।
এদিকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় প্রাঙ্গনে স্থাপনকৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকালে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। আলোচনা সভা পূর্বে প্রধান অতিথি সিদ্দিক আহমদের উপস্থিতিতে বিশাল শোক র্যালী পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গনে শিরনী বিতরন করা হয়।