Home অর্থনীতি জগন্নাথপুরে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট পেশ

জগন্নাথপুরে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট পেশ

455
0

Jaga
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট পেশ অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পরিষদ প্রাঙ্গনে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা। রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হকের সভাপতিত্বে ও ইউপি সদস্য নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান মুকিত মিয়া, ইউপি সচিব প্রবীন রঞ্জন পুরকায়স্থ, ইউপি সদস্য আব্দুল তাহিদ জুয়েল, মমরাজ হোসেন রাজ, মুক্তার মিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলী, এনজিও সংস্থা শরীক এর কর্মকর্তা মিন্টু রঞ্জন ধর, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি হুমায়ূন আহমদ তালুকদার, সমাজসেবক কুরেশ মিয়া, আব্দুল ওয়াহিদ, ফখরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে ইউপি সদস্য সুলতান মিয়া, আবুল কালাম, নারী সদস্য পিয়ারা হোসেন, রুপতেরা বেগম, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শাফি তালুকদার, সমাজসেবক হাজী ফজলুল হক, হাজী মকবুল হোসেন, ফিরোজ আলী, ছানু মিয়া, মাওলানা নিজাম উদ্দিন জালালী, সুহেল মিয়া, এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশের কর্মকর্তা কিশোর মিশ্র, উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনুষ্টানিকভাবে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের জন্য মোট ১ কোটি ৪৬ লক্ষ ৩২ হাজার ২৯৫ টাকা বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক। বাজেটে ব্যয় দেখানো হয় ১ কোটি ৪৫ লক্ষ ৩২ হাজার ২৯৫ টাকা ও উদ্বৃত্ত দেখানো হয় ১ লক্ষ টাকা। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমির উদ্দিন।

Previous articleসালাহউদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে
Next articleসিলেটে ব্লগার খুন, দায় স্বীকার আনসারুল্লাহর