Home আঞ্চলিক জগন্নাথপুরে র্যা বের হাতে অস্ত্রসহ আটক ১

জগন্নাথপুরে র্যা বের হাতে অস্ত্রসহ আটক ১

445
0

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে র্যা বের হাতে অস্ত্রসহ এক যুবক আটক হয়েছে। জানাগেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র্যা ব-৯ এর সদস্যরা জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারে অভিযান চালিয়ে ১টি পাইপ গান ও ৪ রাউন্ডগুলিসহ শফিক মিয়া (২৮) নামের এক যুবককে আটক করে সিলেট র্যা ব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সে একই ইউনিয়নের ইসলামপুর-ব্রাহ্মনগাঁও গ্রামের মখলিছ মিয়ার ছেলে। এর আগে তারা জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর-আশিঘর গ্রামের বাসিন্দা ছিল।
এদিকে-মঙ্গলবার আটককৃত শফিক মিয়াকে জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যা ব। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

Previous article‘সুনামগঞ্জ ৩ আসনে ডনকে এমপি প্রার্থী দেখতে চাই’
Next articleজগন্নাথপুরে আর্মড পুলিশের হাতে ১০ কেজি গাঁজাসহ আটক ১