Home আঞ্চলিক জগন্নাথপুরে লার নামে অসামাজিকতা ভেঙে দিয়েছে পুলিশ

জগন্নাথপুরে লার নামে অসামাজিকতা ভেঙে দিয়েছে পুলিশ

304
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে মেলার নামে অসামাজিকতা ভেঙে দিয়েছে পুলিশ। মেলাটি ভেঙে দেয়ায় সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নোয়াগাঁও গ্রামের মাঠে মেলা বসানো হয়। স্থানীয় ইউপি সদস্য রান্টু দাসসহ একটি মহল এ মেলার আয়োজন করে। মেলায় অশ্লীল নৃত্যসহ জোয়া খেলার আসর বসে। খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে জগন্নাথপুর থানার বিপুল সংখ্যক পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে মেলাটি ভেঙে দেন।

Previous articleব্যাক্তি-সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি প্রতিষ্ঠায় আল-কোরআনের শিক্ষার বিকল্প নেই
Next articleসুনামগঞ্জে লাইফ কেয়ার জিজিটাল ল্যাবে’র প্রতারনার শিকার রোগীরা